রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক করোনার টিকা নিয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি থেকে নিজে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন। পুলিশ কমিশনার উপস্থিত সকলকে নির্ভয়ে কোভিড-১৯ এর টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএমসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ। পুলিশ কমিশনার মহোদয় ছাড়াও কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০