খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে জাপান সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ ও ৩১ মার্চ প্রধানমন্ত্রীর এ সফরে যাওয়ার কথা ছিল।
মঙ্গলবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত করা হয়। বাংলাদেশে করোনাভাইরাস আসার বহু আগে জাপানে ছড়িয়ে পড়ে এ সংক্রামক ভাইরাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি এবং আরও কিছু অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর জাপান সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরে দুপক্ষের সুবিধাজনক সময়ে এ সফরের সময় নির্ধারণ করা হবে।
বাংলাদেশের তরফ থেকেই প্রধানমন্ত্রীর সফর হচ্ছে না বলে জাপানকে জানিয়ে দেয়া হয় বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে ২০১৯ সালের মে মাসের শেষ দিকে নিক্কি কনফারেন্সে যোগ দিতে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকও করেন। এ সময় দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ সহযোগিতা চুক্তি সই হয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০