স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগা, ডাচ ইরেদিভিসি, পর্তুগালের প্রিমেরা লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ স্থগিত করা হয়েছে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রানঘাতী করোনাভাইরাস উদ্বিগ্নতায়।
স্পেনের শীর্ষ ফুটবল লিগ লা লিগা ‘কমপক্ষে দুই সপ্তাহ’ বন্ধ থাকবে। দেশটির অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা এখন কোয়ারেন্টাইনে আছেন। রিয়ালের এক বাস্কেটবল তারকার করোনাভাইরাস পজিটিভ প্রমাণিত হয়েছে। বাস্কেটবল দলটির সঙ্গে একই প্রশিক্ষণ কক্ষ ভাগাভাগি করতো ফুটবল দলও।
একই সময়ের জন্য স্থগিত হয়েছে নেদারল্যান্ডসের শীর্ষ পর্যায়ের দুই ফুটবল লিগ। অন্যদিকে শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় ৩০ দিনের জন্য স্থগিত হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের নতুন মৌসুম।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০