খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: ইউরোপের দেশ ব্রিটেনে তুমুল সংক্রমণ ঘটেছিল করোনাভাইরাসের। মৃত্যু বরণ করেছে ৪০ হাজারের বেশি। আক্রান্ত হয়েছিলেন পৌনে তিন লাখ। এর মধ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ইয়াম বোথামও। তিনি দাবি করছেন, বছরের শুরুতে (জানুয়ারিতে) কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। তবে তখন, করোনা নয়, তিনি ভেবেছিলেন, হয়তো খারাপ কোনো ‘ফ্লু’ দ্বারা আক্রান্ত হয়েছেন।
মহামারি করোনাভাইরাসে এখনও পর্যন্ত বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ সংক্রামিত হয়েছে। মারা গেছে ৫ লাখেরও বেশি মানুষ। ইয়ান বোথাম গুড মর্নিং ব্রিটেনকে জানিয়েছেন, ‘আমি মনে করি, যে জিনিসটি মনে রাখতে হবে তা হল- ছয় মাস আগে কেউই জানত না এটা কী ছিল, এটির নামও শুনেনি।’
বোথাম আরও বলেন, ‘আমার আসলে এটি হয়েছিল। জানুয়ারির শুরুতে, ডিসেম্বরের শেষে আমি আক্রান্ত হয়েছিলাম। ভেবেছিলাম আমি বাজে কোনো ফ্লু-তে আক্রান্ত হয়েছি। যে কারণে এমন খারাপ অবস্থা হয়েছে। এটি আশ্চর্যজনক, অনেকদিন ধরে ছিল। আমরা সমস্ত বিবরণ দিতে পারব না। এটি অনেকটা অন্ধকারে ছিল, ভেবেছিলাম যা হবে দেখা যাবে।’
বোথাম ইংল্যান্ডের জনগণকে কিছুটা ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছিলেন, কারণ তিনি আশা করেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে জিনিসগুলোর উন্নতি হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, মানুষের মধ্যে অত্যন্ত সাড়া ফেলেছে। আমি আশা করি পরের দু’সপ্তাহ ধরে তারা আরও কিছুটা ধৈর্য্য দেখায়, যাতে আমরা এমন পরিস্থিতিতে পৌঁছাতে পারি যেখানে প্রত্যেকেই চলাফেরা করতে পারে।’
ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে তিন টেস্টের সিরিজ। যা করোনাভাইরাস সংক্রমনের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ; কিন্তু গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্রিকেট বলকে ‘রোগের প্রাকৃতিক ভেক্টর’ বলে অভিহিত করেছিলেন। পাশাপাশি বিনোদনমূলক ক্রিকেটে নিষেধাজ্ঞাকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বোথামের সন্দেহ নেই যে খেলাটি শিগগিরই শুরু হবে, কারণ ক্রিকেট এমন একটি খেলা যা সামাজিক দূরত্ব বজায় রেখে সম্ভব। তিনি বলেন, ‘আমি মনে করি খুব শিগগিরই ক্রিকেট ফিরে আসবে। ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনি আপনার সামাজিক দূরত্ব বজায় রেখে খেলতে পারেন।’
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০