পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে করতোয়া নদীর পানিতে পড়ে সুমাইয়া (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার রাজনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার সুবাহানের মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই করতোয়া নদীর পড়ে বসে খেলা করছিল সুমাইয়া। এসময় সবার অজান্তে সে নদীর পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা সুমাইয়াকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান লোপাকে মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০