নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে
পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকায় সাধারন জনগনের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক সচেতনতামমূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। এ সময় পুঠিয়া সার্কেল অফিসার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের লক্ষণ ও কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। সকলকে সচেতন থাকার এবং গুজব থেকে বিরত থাকার
পরামর্শ করা হয়। পুলিশ সুপার লিফলেট বিতরণকালে বিদেশ ফেরত নাগরিকদের দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ রেখে কোয়ারেন্টাইন যথাযথভাবে মেনে চলার আহবান জানান এবং এ বিষয়টি থানা এলাকায় প্রচার করার জন্য থানার অফিসার ইনচার্জকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। সকলকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার বিশেষ আহবান জানান তিনি।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০