খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে হিলি বন্দরে নিত্যপণ্যটির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত সরকার। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে কেজিতে যে পেঁয়াজ ৪৭-৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল তা একলাফে ৭৫-৮০ টাকায় গিয়ে ঠেকে।
স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা জানান, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবরে আমদানিকারকরা ৭৫-৮০ টাকা কেজি দরে পেঁয়াজের দাম চাইছেন। কিন্তু সেই দামে পেঁয়াজ কিনলে লোকসানের আশঙ্কা রয়েছে। তাই তারা পেঁয়াজ কেনার সাহস পাচ্ছেন না।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রপ্তানি বন্ধ হলেও, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত যে পেঁয়াজ রপ্তানির জন্য এলসি খোলা হয়েছে তা রপ্তানি করা হবে। কিন্তু আজকের পর থেকে নতুন কোনো এলসি গ্রহণসহ পেঁয়াজ রপ্তানি করা হবে না।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০