নিজস্ব প্রতিবেদক :
কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কামরুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন দেব সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। রচনা
প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। গোদাগাড়ী সরকারি কলেজ ও বানেশ্বর সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃজনশীলতা প্রকাশের লক্ষ্য নিয়ে জেলা পুলিশ এই প্রতিযোগিতার আয়োজন করে। জনতাই পুলিশ ও পুলিশই জনতা এ ¯েøাগানকে ধারন করে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
সাধারণ জনগণকে সাথে নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। রচনা প্রতিযোগিতা শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং দেশের অগ্রগতির ধারক ও বাহক। মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদি সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং দেশের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০