নিজস্ব প্রতিবেদক :
রোববার বেলা ১২টায় নানকিং দরবার হলে কমিউনিটি ক্লিনিক দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বক্তব্যে মেয়র বলেন, স্বাস্থ্যসেবা গ্রামে গ্রামে জনগণের দোরগোড়ায় পৌছে দিবে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকে বিপুল সংখ্যক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক সেবা প্রদান করা সম্ভব না হলে
মেডিকেল হাসপাতালগুলোর উপর রোগীর চাপ আরো কয়েকগুন বৃদ্ধি পেতো। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালক শফিকুল ইসলাম, উপ-পরিচালক নাসিম আক্তার এরিনা প্রমুখ। স্বাগত বক্তব্য এবং কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের তুলে ধরেন পরিচালক (স্বাস্থ্য) বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুল আহসান তালুকদার।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০