খবর ২৪ ঘণ্টা, ডেস্ক: ভারতে কন্ডোম ব্যবহারে অনীহা রয়েছে মুসলিমদের। সম্প্রতি এমনই তথ্য উঠে এসে ফ্যামিলি হেলথ সার্ভেতে। সমীক্ষা অনুযায়ী, ভারতীয়দের মধ্যে বিগত এক দশকে যেমন কন্ডোম ব্যবহারের প্রবণতা সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে, তেমনই ফুটে উঠেছে মুসলিমদের মধ্যে কন্ডোম ব্যবহারের অনীহার ছবিটাও। বিগত ১০ বছরে ভারতে যৌনতায় সক্রিয় মহিলাদের মধ্যে কন্ডোম ব্যহারের হার ২% থেকে বেড়ে হয়েছে ১২% । বিশেষ করে অবিবাহিত মহিলাদের (১৫-৪৯) মধ্যেই কন্ডোম ব্যবহারের হার বেড়েছে। ২০-২৪ বছর বয়সী যুবতীরা সবথেকে বেশি কন্ডোম ব্যবহার করেন বলেই জানিয়েছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে।
বিভিন্ন সম্প্রদায়ের নিরিখে দেখা গিয়েছে কন্ডোম ব্যবহারের প্রবণতা সব থেকে বেশি শিখ ও বৌদ্ধদের মধ্যে। ৬৮ শতাংশ শিখ ও বৌদ্ধ কন্ডোম ব্যবহার করেন। উলটো দিকে কন্ডোম ব্যবহারের সব থেকে পিছিয়ে মুসলিমরা। কন্ডোম ব্যবহার করেন মাত্র ৩৮ শতাংশ মুসলিম। সব থেকে বড় কথা, গর্ভনিরোধনকে এখনো 'মহিলাদের ব্যাপার' বলে মনে করেন পুরুষরা। পরিসংখ্যান বলছে, কন্ডোম ব্যবহারে সব থেকে পিছিয়ে মণিপুর, বিহার ও মেঘালয়। সব থেকে এগিয়ে পঞ্জাব।
* পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতার অভাব
* টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে পরিবার পরিকল্পনার বার্তা না পৌঁছনো
* উপযুক্ত শিক্ষার অভাব
* দারিদ্র
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০