প্রায় ২০ বছর আগের (২০০২) একটি হত্যা মামলায় ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ভারতের হরিয়ানার একটি আদালত এ আদেশ দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজারের তথ্যমতে, রাম রহিম ছাড়াও এই মামলায় তার চার সহযোগীকেও যাবজ্জীবন দেওয়া হয়। একই সঙ্গে রাম রহিমকে ৩১ লাখ রুপি জরিমানা এবং তার সহ-অপরাধীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানার আদায়কৃত অর্থের অর্ধেক নিহত রঞ্জিত সিংয়ের পরিবারকে দেওয়া হবে বলে জানানো হয়।
জানা গেছে, ২০০২ সালে রঞ্জিত সিংকে গুলি করে হত্যা করেন রাম রহিম। মৃত্যুর আগ পর্যন্ত রাম রহিমের আশ্রমের ব্যবস্থাপক ও তার অনুসারী ছিলেন রঞ্জিত। মূলত রাম রহিম কীভাবে নারীদের অসহায়ত্বের সুযোগ নেন, সে সময় এমন একটি চিঠি ছড়িয়ে পড়ে। চিঠিটি রঞ্জিত লিখেছেন সন্দেহে তাকে হত্যার করেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কারাগারে বন্দি রয়েছেন ৫৪ বছর বয়সী রাম রহিম। দুই অনুসারিকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক সাংবাদিক হত্যার ঘটনাতেও যাবজ্জীবন দেওয়া হয়েছে রাম রহিমকে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০