কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনের তথ্যমতে, কঙ্গোর কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামে বুধবার (৮ মার্চ) রাতভর এই হামলায়ে ৩৬ জনের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য। ওই এলাকায় বিদ্রোহী কার্যক্রম ঠেকাতে ২০২১ সাল থেকে সামরিক শাসন জারি রয়েছে।
এদিকে স্থানীয় সিভিল সোসাইটির প্রধান জানিয়েছে, হামলায় শিশুসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন এখনও নিখোঁজ।
উল্লেখ্য, ২০১৩ সালে সশস্ত্র গোষ্ঠী এডিএফথর সদস্যরা প্রায় ৬ হাজার মানুষকে হত্যা করে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০