খবর ২৪ ঘণ্টা ডেস্ক: অভিনেতা-প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করল মুম্বাইয়ের ভারসোভা পুলিশ স্টেশন। বৃহস্পতিবার পুলিশের কাছে জবানবন্দি দেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
২০১৭ সালে কঙ্গনা আদিত্যর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। এর বিরুদ্ধে আদিত্য কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। চলতি মাসের শুরুতে সেই মামলার কথা মনে করিয়ে নতুন করে কঙ্গনাকে নোটিশও পাঠান আদিত্য। তার জেরে কঙ্গনাকে ৪টি সমন পাঠায় আদালত।
পুলিশের কাছে এখন অভিযোগ দায়ের করা হলেও, ধর্ষণের ঘটনাটি আসলে ঘটেছিল ১০ বছর আগে। সেক্ষেত্রে ধর্ষণ হয়েছিল কিনা তা প্রমাণ করাটা প্রায় অনিশ্চিত পুলিশের কাছে।
আদিত্য যদিও প্রথম থেকেই এতে মিথ্যে ধর্ষণের মামলা বলে উড়িয়ে দিয়েছেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০