কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। সংস্থাটি আরও জানিয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং এলাকায় বন্দুকযুদ্ধ হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাবের একটি দল জালিয়াপালং ইউনিয়নের বনবিট কার্যালয় এলাকায় মাদক উদ্ধারে গেলে মাদক চোরাকারবারিরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক চোরাকারবারি নিহত হন। তার নাম জাহাঙ্গীর আলম বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০