কক্সবাজারের মহেশখালী উপজেলায় মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে কসাই বাবা-ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাদের এই দণ্ড দেয়। এর আগে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারে মাংস বিক্রির সময় তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নুর হাশেম (৬০) ও তার ছেলে মনজুর আহমদ (৩৮)। তাদের বাড়ি উপজেলার কুতুবজোম তাজিয়াকাটা এলাকায়। তারা দীর্ঘদিন ধরে কসাইয়ের কাজ করেন।
মৃত মহিষের মালিক আলী আকবর বলেন, মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোরে আমার একটা মহিষ মারা যায়। আমি এটা পুঁতে ফেলার জন্য আমার জামাতা আব্দুল গফুরকে দায়িত্ব দেই। তবে গফুর মরা মহিষটা ২০ হাজার টাকায় মনজুরের কাছে বিক্রি করে দেয়। ওই মহিষেরই মাংস বিক্রি করা হচ্ছিল।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ গিয়ে তাদের আটক করেছে। এরপর মাংস জব্দ করে পুঁতে ফেলা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০