রোহিঙ্গাদের নাগরিক করার অভিযোগে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ রোববার (২৮ মার্চ) ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দুদক।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবু্ব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।
সহকারী পরিচালক শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনৈতিকভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে মামলা করে তারা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের থানায় সোপর্দ করা হবে জানান তিনি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০