খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। ভারতে ব্রিটিশ উপনিবেশবিরোধী আন্দোলনের অন্যতম রূপকার দলটি বর্তমানে প্রধান বিরোধী দল। ১৩২ বছরের এই রাজনৈতিক দলের সঙ্গে নেহরু-গান্ধী পরিবার ওতপ্রোতভাবে জড়িত। ওই পরিবারের সর্বশেষ ব্যক্তি হিসেবে গতকাল শনিবার কংগ্রেসের হাল ধরলেন রাহুল গান্ধী।
নেহরু-গান্ধী পরিবারে রাজনীতির সূচনা করেছিলেন মতিলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাবা। মতিলাল নেহরু দুই দফায় কংগ্রেসের সভাপতি ছিলেন (১৯১৯-২০ এবং ১৯২৮-২৯)। তাঁর ছেলে জওহরলাল নেহরু কয়েক দফায় কংগ্রেসের সভাপতি ছিলেন।
জওহরলালের মৃত্যুর দুই বছর পর ১৯৬৬ সালে কংগ্রেসের হাল ধরেন তাঁরই মেয়ে ইন্দিরা গান্ধী। ১৯৮৪ সালে আততায়ীর হাতে ইন্দিরা নিহত হওয়ার পর কংগ্রেসের দায়িত্ব বর্তায় তাঁর ছেলে রাজীব গান্ধীর ওপর। তিনি ১৯৯১ সালে নিহত হন। ১৯৯৮ সালে দলের ভার বর্তায় তঁার স্ত্রী সোনিয়ার ওপর।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০