নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়াটার ট্যাংকার পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাসিকের অ্যাসফল্ট প্ল্যান্টে এই ট্যাংকার পরিদর্শনে যান মেয়র। উল্লেখ্য, সম্প্রতি মেয়রের নির্দেশে বড় আকৃতির এই ওয়াটার ট্যাংকার তৈরি করা হয়। পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান
জীবনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাসিকের একটি ট্রাকে নতুন এই ওয়াটার ট্যাংকার তৈরি করা হয়। এই ট্যাংকার দিয়ে বিভিন্ন সড়কে এবং সড়কের পাশে ও সড়ক বিভাজনে লাগানো গাছে পানি সরবরাহ করা হবে। এছাড়া যেকোন জরুরি প্রয়োজনে এই ট্যাংকারের পানি ব্যবহার করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০