নিজস্ব প্রতিবেদক:
শনিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী কলেজ মিলনায়তনে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের বর্ষব্যাপী ত্রৈমাসিক সঙ্গীঁত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদের পুরোধা কন্ঠরাজ এ্যান্ডু কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাবুব-উল-গণি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার রীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রবু। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মাহাবুব-উল-গণি, বাচ্চু স্মৃতি সংসদের আজীবন সদস্য ও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান
এ্যাডভোকেট আব্দুস সামাদ ও বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম-পরিচালক ও বাচ্চু স্মৃতি সংসদের আজীবন সদস্য নাজিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উন্মুক্ত সঙ্গীত বিদ্যালয়, সঞ্চারী সঙ্গীত বিদ্যালয়, নৃবাগী সঙ্গীত বিদ্যালয়, স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়, পরাবার সাংস্কৃতিক অঙ্গন। যন্ত্রসঙ্গীতে সহযোগীতা করেন দি রিয়াল সপ্তসুর এবং আলো ও শব্দ নিয়ন্ত্রনে ছিলেন পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০