খবর২৪ঘণ্টা ডেস্ক: অবসরপ্রাপ্ত পুলিশের ওসি আক্কাস আলীর বাসা থেকে সাইমা আক্তার সুমা (২২) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৩টায় ঢাকার আদাবর থানার নবদয় বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইমা আক্তার সুমা কিশোরগঞ্জ জেলার বত্রিশ বিলপাড়া এলাকার মো. আক্কাস আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত সুমা রাজধানীর আদাবরের একটি গার্মেন্টসে কাজ করতেন। তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। পরে স্বামীর অত্যাচারে বাবা মায়ের কাছে চলে আসতে বাধ্য হয়। এর কিছুদিনের মাথায় সে নিহত হল।
নিহতের ভাই কামরুল ইসলাম বলেন, গতকাল রাত ১১টায় আমার সাথে মোবাইল ফোনে কথা বলার পর আজ দুপুরে তার মৃত্যুর খবর পাই। দুপুর থেকে আমার বাবা-মাসহ থানায় ঘুরলেও এখন পর্যন্ত তার মুখটাও দেখতে পারিনি। পুলিশ কেন তাকে আমাদের দেখতে দিচ্ছে না? আমার বোনকে আমরা ফেরত চাই। খুনিদের ফাঁসি চাই।
আদাবর থানার ওসি কাউসার আহমেদ জানান, সম্ভবত এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। আমরা বিকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করি। সন্ধায় তার লাশ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। কাল (রোববার) ময়নাতদন্ত (পোস্ট মর্টেম) শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০