নিজস্ব প্রতিবেদক :
ওজনে কম দেওয়ায় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমাণ আদালত। সোমবার রাজশাহী বিএসটিআই’র উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানের উৎপাদিত দই এর নির্ধারিত পরিমানের চেয়ে ওজনে কম দেওয়ার অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সেগুলো হলো, ফুড ভিলেজ রেস্টুরেন্ট, ধানশিড়ি রেস্টুরেন্ট, তমিজ উদ্দিন এন্ড সন্স ও কাঞ্চন দই ঘর । এছাড়াও ১টি ফিলিং স্টেশন কে পরিমাপে কম দেওয়ায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই, রাজশাহী অফিসের সহকারী পরিচালক জনাব জাকির হোসেন ।
এ ছাড়া দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিএসটিআই, রংপুর ও বিরামপুর থানা পুলিশের সহায়তায় বিরামপুর উপজেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আদালত পুরাতন বাজারের ৮টি জুয়েলারীকে তাদের প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই হতে ভেরিফিকেশন না করার অপরাধে মোট ২২ হাজার টাকা জরিমানা করে। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, যমুনা জুয়েলার্স, ভাই ভাই জুয়েলার্স , সুমাইয়া জুয়েলার্স , আলরাফি জুয়েলার্স , আকাশ জুয়েলার্স , মানিক জুয়েলার্স, আফরিন জুয়েলার্স ও হরিঠাকুর জুয়েলার্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০