সংবাদ বিজ্ঞপ্তি : করোনা সংকটে দরদ্রি, খেটে খাওয়া মানুষের জন্য স্বপ্ল মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য সরকারের খাদ্য অধিদপ্তর বিশেষ ওএমএস চালু করেছে । সেই আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে দিন মজুর, খেটে খাওয়া, দরিদ্র পরিবারগুলোর তালিকা করে তাদেরকে কার্ড সরবারহ করা হচ্ছে । সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আজ শুক্রবার সকাল ১১ টায় বিশেষ ওএসএস এর কার্ড বিতরণ করেন । ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ কামাল হোসেন বলেন দরিদ্র ও খেটে খাওয়া মানুষের তালিকা প্রণয়ন করে বিতরণ করা হচ্ছে । কামাল হোসেন বলেন প্রথম পর্যায়ে ৪৮০ টি কার্ড আমার ওয়ার্ডের জন্য বরাদ্ধ করা হয়েছে আমি
গতকাল হাতে পেয়েছি আজ জনগণ তা জরগণের কাছে হস্তান্তর শুরু করেছি। কামাল হোসেন বলেন ৩ নং ওয়ার্ড দরিদ্রপীড়িত অঞ্চল এ এলাকায় ৪৮০ টি কার্ড অপ্রতুল, কামাল হোসেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খায়রুজ্জামন লিটনের দৃষ্টি আকর্ষক করেন এবং দাবী জানান ৩ নং ওয়ার্ডের প্রতি বিশেষ নজর দেওয়ার দাবী জানান । সরকারের বিশেষ ওএমএস কার্ডের মাধ্যমে স্থানীয় ডিলারের কাছ থেকে স্বল্প মূল্যে চাউল, আটা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্র্য সামগ্রী ক্রয় করতে পারবেন।
ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন সমাজের সকল সামর্থ্যবানদের দূর্যোগকালীন সময়ে সাধারণ জনগনের পাশে দাড়ানোর জন্য আহ্বান করেন। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০