খবর ২৪ঘণ্টা ডেস্ক: পুলিশকে ওই অর্থে জানোয়ার বলিনি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ইসির বৈঠকে পুলিশকে জানোয়ার বলেছেন কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই অর্থে তো বলেনি। তারা মানুষ হিসেবে ভূমিকা রাখবে, আমরা সেটা আশা করি। বলেছি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে। আমরা তো পুলিশের প্রশংসাও করেছি।’
আজ বুধবার দুপুরে মতিঝিলে নিজের চেম্বারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠককালে তিনি পুলিশকে জানোয়ার বলেন।
পুলিশ কেনও এসেছিল জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘পুলিশ এসেছিল কারণ তারা আমার নিরাপত্তার বিষয়ে খুবই উদ্বিগ্ন। তারা জানতে চেয়েছেন, যদি আপনার নিরাপত্তা প্রয়োজন হয়, সেটা আমাদেরকে জানালে সেভাবে নিরাপত্তার ব্যবস্থা করবো। আপনি বাড়িতে যাওয়ার সময় নিরাপত্তা চায়লে সেই নিরাপত্তাও আমরা দিতে পারি।’
ডিএমপি কমিশনারের সঙ্গে ফোনে কী কথা হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি দুঃখ প্রকাশ করেছেন। কারণ তারও আসার কথা ছিল।’
আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কী-এমন প্রশ্নের উত্তরে ড. কামাল বলেন, ‘আশঙ্কা তো অবশ্যই হচ্ছে। কারণ সারাদেশে ধর-পাকড় চলছে। জেলায় জেলায় ফোন করে বলা হচ্ছে, প্রার্থীদের ওপর হামলা ও আটক করা হচ্ছে। এটা অস্বাভাবিকভাবে হচ্ছে।’
নির্বাচন সুষ্ঠু হওয়া আশা দেখছেন কিনা জানতে চাইলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘আশা তো আমরা সব সময়ই করবো। কিন্তু আশঙ্কাও আছে। কারণ যেভাবে হামলা ও গ্রেফতার করা হচ্ছে।’
কারচুপি হলে নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্ট থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘আমার কথা ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে যে সরে গেছে। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে কেন আমরা সরে যাবো। যদি শেষ পর্যন্ত অসম্ভব করে দেয় তখন মানুষজন দেখবে, তারা অসম্ভব করে দিয়েছে।’
নির্বাচনের ফলাফল ঐক্যফ্রন্ট মানবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এর উত্তর দেয়া যেতে পারে।’
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০