চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ এলাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এই সমাবেশের আয়োজন করেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা অংশ নেন। এতে অনুষ্ঠানস্থল কার্যত মুক্তিযোদ্ধাদের ঈদ পূনর্মিলনীতে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা শিবগঞ্জ আসন হতে আওয়ামী লীগের মনোনায়র পত্যাশী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন। মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসহাক আলী, আব্দুল হামিদ,প্রবীন সাংবাদিক তোসলিম উদ্দীন, হযরত আলীসহ অন্যরা।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা শোনান। পাশাপাশি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও মেজর নাজমুলের মাজার জিয়ারত ও মোনাজাত করা হয়।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০