দেশকে লকডাউনের হাত থেকে রক্ষা করতে ভারতের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, লকডাউনের দিকে নিয়ে যাবেন না। মঙ্গলবার (২০ এপ্রিল) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে তিনি এসব কথা বলেন। ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, এ মুহূর্তে লকডাউন দেয়ার প্রশ্ন ওঠে না ভারতে। লকডাউন হচ্ছে করোনার শেষ অস্ত্র।
ভারতকে লকডাউন থেকে বাঁচাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দেশবাসীর কাছে আবেদন করছি, তারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই মুহূর্তে লকডাউন বলবৎ করার প্রশ্ন নেই। খুব প্রয়োজন না হলে, কেউ ঘর থেকে বের হবেন না। লকডাউন এড়াতে সব রকম ব্যবস্থা নেয়া হবে। করোনা মোকাবিলায় লকডাউনই সর্বশেষ অস্ত্র।’
মোদি বলেন, মহামারি করোনাভাইরাসে যারা আপনজনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আমাদের সবাইকে মিলে এই বিপদ মোকাবিলা করতে হবে।
টিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের কাছে টিকা রয়েছে। ১ মে থেকে ১৮ বছরের উপরের বয়সী সবাই টিকা পাবে। আগের মতোই সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা দেয়া হবে।’
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০