নিজস্ব প্রতিবেদক :
এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি) পরীক্ষায় অংশ নিবে ২ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী। গত বছর ২০১৮ সালে এর সংখ্যা ছিল ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার রাজশাহী শিক্ষাবোর্ডে জেএসসিতে ২৯ হাজার ৮৭০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। গত বছর (২০১৮) ছিল ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। এ তথ্য নিশ্চিত
করে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বলেন, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে ২ লাখ ৬৩ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৩৯৭ জন ছাত্র ও ১ লাখ ৩৬ হাজার ৪২ জন ছাত্রী শিক্ষার্থী। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০