নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের উদ্যোগে বার লাইব্রেরীতে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখেন মেয়র। পরে রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেয়রকে সম্মাননা
স্মারক প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট লোকমান আলী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একরামুল হক, বাংলাদেশ বার কাউন্সিল মেম্বার এ্যাড. মোঃ ইয়াহিয়াসহ বার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০