নিজস্ব প্রতিবেদক : এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নির্দেশনা প্রদান করেছেন। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা উপলক্ষে আগামী ৩/২/২০২০ তারিখ থেকে ১/৩/২০২০ ইং তারিখ পর্যন্ত রাজশাহী
মহানগরীর ২৫টি পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে পরীক্ষা গ্রহণের দিনগুলোতে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে কোন প্রয়োজনে স্থানীয় থানা পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে। আরএমপি পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করতে মোবাইল নং-০১৭৬৯৬৯০৫১৬, টিএন্ডটি নং-০৭২১-৭৬০১৭০ অথবা জরুরী সেবা নং-৯৯৯ (টোল ফ্রি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০