নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বোর্ডে এসএসসির চলতি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকলের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা রাজশাহী বোর্ডের চার জেলার পরীক্ষার্থী। এরম্যে নাটোরের বড়াইগ্রামে রিফাত মাহমুদ, নওগাঁর মান্দায় পলাশ হোসেন, বগুড়ার কাহালুতে স্বপন আকন্দ ও জয়পুরহাটের কালাইয়ে রাকিবুল হাসান। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক
আরিফুল ইসলাম বলেন, ইংরেজী পরীক্ষায় বোর্ডে অসাধু উপায় অবলম্বনের জন্য চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিলো ১ লাখ ৮৯ হাজার ৪৬৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন, ১ লাখ ৮৮ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এ দিন অনুপস্থিত ছিল ৬৯৮ পরীক্ষার্থী ।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০