নিজস্ব প্রতিবেদক :
এ বছর রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে ১ লাখ ৯৮৫ জন ছাত্র ও ৯৩ হাজার ৫৫৮ জন ছাত্রী। বুধবার দুপুরে এ তথ্য জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনারুল ইসলাম। আগামীকাল ১ ফেব্রয়ারী সকাল ১০টা থেকে দেশব্যাপী একযোগে পরীক্ষা শুরু হবে।
তিনি আরো জানান, এরমধ্যে ১ জন হাজতী পরীক্ষার্থী, ১ বিষয়ে পরীক্ষার্থী ১ হাজার ২৭৭ জন, দুই বিষয়ে ১৩৯ জন, তিন বিষয়ে ১৬ জন, ৪ বিষয়ে ১ জন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। ২৪৭ টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সতর্কতার সাথে কাজ করা হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে ১৫টিম কাজ করবে। এ ছাড়া প্রত্যেক উপজেলার নির্বাহী অফিসারগণ কেন্দ্র পরিদর্শন করবে।
খবর২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০