৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে প্রথম বিশ্বকাপ জয়ের পর চলতি বছরের মার্চে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এবার ফিফার জুন উইন্ডোতে আবারও দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। তবে মেসিদের এবারের যাত্রা এশিয়া।
আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ১৯ জুন জাকার্তায় মেসিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এজন্য শনিবার রাতে মেসিকে অধিনায়ক করে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ঘোষিত এ স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে। ৫ বছর পর আকাশী-নীল জার্সিধারীদের দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। ইতালিয়ান ক্লাব নাপোলিতে খেলছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার।
নাপোলির ৩৩ বছর পর সিরি ‘আথ জয়ে বড় অবদান রেখেছেন সিমিওনে। তার অনবদ্য এমন পারফরম্যান্স নজর কেড়েছে স্ক্যালোনির।
দলে ফিরেছেন অলিম্পিক মার্সেইয়ের লিওনার্দো বালের্দি, লাঁসের ফাকুন্দো মেদিনা ও সেভিয়ার লুকাস ওকাম্পোস। ঘোষিত এ স্কোয়াডে নতুন মুখ নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দোফেনের গোলরক্ষক ওয়ালতার বেনিতেজ।
ইনজুরির কারণে দলে জায়গা হারিয়েছেন বিশ্বকাপজয়ী দুই ফরোয়ার্ড পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজ। সম্প্রতি অ্যাঙ্কেলের চোটে পড়েছেন এ দুই ফরোয়ার্ড।
এশিয়া সফরের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।
রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, জার্মান পেজ্জেয়া, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনিয়া।
মাঝমাঠ : লিওনার্দো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, এজেকেল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো।
আক্রমণভাগ : লুকাস ওকাম্পোস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, জিওভানি সিমিওনে, আলহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০