খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবেন মাশরাফি।’ তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলেননি মন্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে একনেক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সংসদ নির্বাচনে অংশ নেবেন সাকিব আল হাসানও। তবে, তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, নিশ্চিত করে জানাননি তিনি পরিকল্পনা মন্ত্রী।
মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।
তিনি বলেন, আমার ভোট ব্যংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যগও করেছি। আমি পদত্যগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেতো।
তিনি বলেন, আইসিসিতে এখন খারাপ লোকগুলো এখন আর নেই, এটা আমাদের সবার বিজয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০