এবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেও হেরে গেলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের একটি মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন ট্রাম্প। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মামলাও দায়ের করেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির। যদিও এসব মামলা খারিজ হয়ে গেছে।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও ট্রাম্পের প্রচারণা শিবিরের দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছে। কিন্তু এই মামলার আপিল নিয়ে ট্রাম্প শিবির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্টে নিজের নিয়োগ করা তিন রক্ষণশীল বিচারপতির সহায়তা পাবেন বলে হয়তো আশা করেছিলেন ট্রাম্প। কিন্তু সেখানেও বড় ধাক্কা খেলেন তিনি।
ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব এবং কংগ্রেসের সদস্য মাইক কেলিসহ পেনসিলভানিয়ায় বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য গত ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করেছিলেন তা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।
ওই অঙ্গরাজ্যে ২০১৬ সালে জয়ী হলেও এবারের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ার কর্মকর্তারা ইতোমধ্যেই নির্বাচনের ফলাফল সঠিক বলে নিশ্চিত করেছেন এবং জো বাইডেনের জয়ের প্রতি সমর্থন জানিয়েছেন।
নির্বাচনের পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন যে, তিনি দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফলে বাইডেনের জয় স্পষ্ট হয়ে ওঠার পরেও তিনি তার অবস্থান থেকে সরে আসেননি। এমনকি একের পর এক বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা চালিয়ে গেছেন।
ডেমোক্রেট দলের সদস্য এবং অন্যান্য সমালোচকরা বলছেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের অখণ্ডতার বিষয়ে জনগণের আস্থা হ্রাস করার চেষ্টা করছেন ট্রাম্প।’ পেনসিলভানিয়ার ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেল জোশ শ্যাপিরো এক টুইট বার্তায় লিখেছেন, ‘নির্বাচন শেষ হয়েছে। আমাদের এখন এই মামলা মামলা খেলা বন্ধ করে সামনে এগিয়ে যাওয়া উচিত।’আরও একটি মামলার বিষয়েও সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ৮০ হাজার ভোটে জয়ী হয়েছেন জো বাইডেন। সেখানে মেইলের মাধ্যমে পাঠানো ভোটেও ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন এই ডেমোক্রেট প্রার্থী। করোনা মহামারির কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে চলতি বছরের নির্বাচনে অনেক বেশি মানুষ মেইলের মাধ্যমে ভোট দিয়েছেন।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০