নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকাসহ অন্যান্য জায়গার পর এবার রাজশাহীর আদালতে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেনর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে রাজশাহী জেলা সিএমএম বোয়ালিয়া থানা আদালতে মামলাটি দায়ের করেন রাজশাহী মহানগর যুব মহিলালীগের নেত্রী জাকিয়া পারভিন স্বপ্না। মামলা সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৬ অক্টোবর রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান চলছিল। আলোচনার বিষয় ছিল, ‘সমসাময়িক রাজনৈতিক বিষয়, ২০দলীয় ঐক্যজোট থেকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
(ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বের হয়ে যাওয়ার কারণ’। আলোচক ছিলেন, সাংবাদিক মাসুদা ভাট্টি ও সাখাওয়াত সায়ন্ত। একপর্যায়ে লাইভে যুক্ত হন আইনজীবী মইনুল হোসেন।এ সময় মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে, আপনি সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে এসে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কিনা?’ এ প্রশ্নের জবাবে মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে অশ্লীল ভঙ্গি করে ধমক দিয়ে বলেন, ‘আপনার এত বড় দুঃসাহস, আপনি
“চরিত্রহীন” বাজে মহিলা।’ এ সময় আসামি মাসুদা ভাট্টির সামাজিক মর্যাদা, শিক্ষা নিয়েও বাজে মন্তব্য করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী কোর্টের অ্যাডভোকেট ইশমত আরা। উল্লেখ্য, ওই ঘটনার পর তিনি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। তারপর দেশের বিভিন্ন স্থানে ব্যারিষ্টার মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হওয়া শুরু হয়। মামলার পরে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০