নিজস্ব প্রতিবেদক :
এবার রাজশাহী মহানগরীতে এক নারীকে বাগানের মধ্যে গণধর্ষনের অভিযোগ উঠেছে। নগরীর চন্দ্রিমা থানার মুসরইল এলাকার একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে। মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে ওই নারীকে গত ১ মে খুলনা থেকে রাজশাহীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়।
জানা গেছে, গত ২ মে সকালে ওই নারী চন্দ্রিমা থানায় গিয়ে জানায় সে ধর্ষনের শিকার হয়েছে। চার যুবক তাকে ধর্ষণ করেছে। তার কথা শুনে পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
নগরীর মুসরইল এলাকার রং মিস্ত্রি গাজু মিয়ার ছেলে আকাশের সঙ্গে ওই নারীর মোবাইল ফোনে পরিচয় হয়। ফোনে পরিচয়ের জের ধরে গত ১ মে ওই নারী রাজশাহীতে আসে। দুপুরে আকাশের দুই বন্ধুর সঙ্গে ওই নারী গাজু মিয়ার বাড়িতে যায়। সেখানে গিয়ে ওই নারী আকাশের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্কে কথা জানায় এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আকাশের বাবা-মা এতে রাজি না হয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। পরে আকাশের দুই বন্ধু ওই কিশোরীকে নিয়ে চলে যায়। রাতে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে তাকে রাতভর ধর্ষণ করা হয়।
এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির বলেন, মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জের ধরে ওই নারী রাজশাহীতে প্রেমিকের সাথে দেখা করতে এসেছিল। ছেলের বাবা-মা সম্পর্ক মেনে না নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তার বন্ধুরা বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। তাকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসি সেন্টার ওসিসিতে পাঠানো হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হবে। থানায় মামলা হয়নি। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে মামলা দিয়ে আসামী গ্রেফতারে অভিযান চালানো হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০