আন্তর্জাতিক ডেস্ক চীন ও নেপাল দুই প্রতিবেশী দেশের সঙ্গেই উত্তেজনা চলছে ভারতের। এবার এই দুই দেশের সঙ্গে যুক্ত হলো আরেক দেশ। সম্প্রতি ভারতীয় চাষিদের পানি দেয়া বন্ধ করে দিয়েছে ভুটান।
ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
আসামের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে চাষের জন্য পানি পেতেন ভারতীয় কৃষকরা। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিলো ওই সেচ চ্যানেল। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ডং। আসামের বাকসা জেলার অন্তর্গত প্রায় ২৬টি গ্রামের কৃষকরা ওই চ্যানেলের পানির ওপর নির্ভরশীল। এবার ওই চ্যানেল বন্ধ করে দিয়েছে ভুটান।
১৯৫৩ সাল থেকে ওই চ্যানেলের মাধ্যমে ভুটান থেকে ভারতে পানি প্রবাহিত হয়ে আসছিলো। চাষিরা ওই পানি কৃষিকাজের জন্য ব্যবহার করেন। তবে এবার ভুটান হঠাৎ করেই ওই চ্যানেলের প্রবাহ আটকে দিয়েছে। ফলে মহাসমস্যায় পড়েছেন বাকসা জেলার ২৬টি গ্রামের চাষিরা। এমন পরিস্থিতিতে সেখানে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
হঠাৎ করেই পানি বন্ধের বিষয়ে কোনো কারণ উল্লেখ করেনি ভুটান সরকার। চ্যানেলের পানি প্রবাহ কেন বন্ধ করা হয়েছে সেটি নিয়ে কোনো কথা বলছে না ভুটানের প্রশাসন।
জানা গেছে, এরইমধ্যে ক্ষতির মুখে পড়তে হয়েছে বাকসা জেলার চাষিদের। পানি বন্ধের কারণে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন ওই জেলার কৃষকরা। বিক্ষোভ মিছিলের মাঝেও কোনো কথা বলেনি ভুটান সরকার।
গত কয়েক দশক ধরেই ওই এলাকায় চাষীদের পানি দিয়ে আসছে ভুটান। তার জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারত। বাকসা জেলার প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাপারটি নিয়ে আবেদন করেছে। কালিপুর, বোগাজুলি ও কালানদী অঞ্চলের ডং বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সমিতির ব্যানারে জেলার কৃষকরা নিজেদের বিক্ষোভ ও দাবির কথা তুলে ধরেছেন সেই আবেদনে।খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০