খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: খেলোয়াড়, বিজ্ঞানী, মহামানব, ডন— বলিউডে বায়োপিকের ঢল নেমেছে বেশ কয়েক বছর ধরেই। এবার সেই তালিকায় নাম যুক্ত হতে চলেছে অভিনেত্রী সানি লিওনের। এবং সে কথা তিনি নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে পোস্ট করে।
ভারতের পঞ্জাব প্রদেশের মেয়ে হলেও, সানির জন্ম কানাডায়। বিদেশে অ্যাডাল্ট স্টার হিসেবেই খ্যাতি অর্জন করেন তিনি। ভারতের দর্শকদের সামনে এক রিয়্যালিটি শোয়ে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীকালে, বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন সানি লিওনি। যার মধ্যে ‘জিসম ৩’, ‘রাগিনী এমএমএস ২’ উল্লেখযোগ্য।
বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তিনি থাকেন মুম্বইয়ে। ২০১৭ সালের জুলাই মাসে লাতুর থেকে একটি শিশু কন্যাকে দত্তক নেন। এবং চলতি মাসের ৪ তারিখ সারোগেসির মাধ্যমে তাঁদের যমজ সন্তানের জন্ম হয়।
জীবনের নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে আজ এক সুখী পরিবার সানি লিওনের। এই উত্থান-পতনের গল্প নিয়েই এবার তৈরি হচ্ছে তাঁর বায়োপিক। ‘তেরে বিন লাদেন’ ছবির পরিচালক, অভিষেক বর্মা এই ছবির পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। ছবিতে, সানির স্বামীর চরিত্রে অভিনয় করবেন তাঁর নিজের স্বামীই। তবে সানির ভূমিকায় থাকবেন, তা এখনও জানা যায়নি।
ইনস্টাগ্রামের পোস্ট অনুযায়ী, করণজিৎ থেকে সানি হয়ে ওঠার সব তথ্যই পাওয়া যাবে তাঁর বায়োপিকে। তবে, বায়োপিকটি ছবি হিসেবে নয়, ওয়েব সিরিজ হিসেবে দেখা যাবে জি৫ ডিজিটাল প্ল্যাটফর্মে।
সিরিজটি কবে থেকে দেখা যাবে তা এখনও জানা না গেলেও, সানির পোস্টে লেখা রয়েছে ‘কামিং সুন’। ফলে, অপেক্ষায় থাকুন ভক্তকূল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০