নিজস্ব প্রতিবেদক:
দুই প্রাচীরে চিপায় প্রায় ৪৮ ঘন্টা আটকে পড়ার পর অবশেষে উদ্ধার হয়েছে একটি বিড়াল জীবিত উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মুনাফের মোড় থেকে বিড়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বিড়ালের মালিক সিসিডির প্রজেক্ট কোর্ডিনেটর হাসান তানভির জানান, তার পোষা বিড়ালটি দুই দিন ধরে নিখোঁজ ছিলো। অনেক খুজে গতকাল সকালে বাড়ির পাশেরাজ মঞ্জিলের পাশের একটি বাড়ির প্রাচীরের পাশে তার সন্ধান পাওয়া যায়। কিন্তু দুই বাড়ির প্রচাীরের পাশে জায়গা না থাকায় বিড়ালটি উদ্ধার করা যাচ্ছিলোনা। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের স্টেশন অফিসার ফরিদ উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা করে বিড়ালটিকে উদ্ধার করে।
এব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, বিড়ালটি এমন এক জায়গায় আটকে পড়েছিলো যেখান থেকে বিড়ালটি সামনের বা পিছনের দিকে যেতে পারছিলো না। দুই প্রাচীরের মাঝে তার পেট সহ শরীরের বিভিন্ন অংশ আটকে ছিলো। শুধু মাথাটা আটকে ছিলো। ফলে প্রাচীর ভেঙ্গে আমাদেরকে বিড়ালটিকে উদ্ধার করতে হয়েছে। তবে আমাদেও লক্ষ্য ছিলো বিড়ালটি যেনো কোন আঘাত না পায় তাকে যেনো জীবিত উদ্ধার করতে পারি। দীর্ঘ প্রায় ১ঘন্টা চেষ্টা করে তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০