খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: হলিউডে ইতিমধ্যেই নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টেলি সিরিজ কয়ান্টিকো পর পর দুটি সেশনেই দেখা গিয়েছে তাঁকে। কোয়ান্টিকোর ৩ নম্বর সিজিনটির শ্যুটিং করছেন তিনি। এরই মাঝে সুখবর হাজির। অস্কারে দৌড়ে সামিল হতে চলেছেন তিনি। খবরটা শুনে চমকে যাবেন সবাই। চমকে যাওয়ার মতই ঘটনা। প্রিয়াঙ্কা অনুরাগীদের জানিয়ে রাখা ভাল এই অস্কার দৌড় কিন্তু রিল লাইফের জন্য নয়।
নাই বা হল অস্কারের নমিনেশন ঘোষণার দায়িত্বই বা কতজন বলিউডি তারকা পেয়েছেন। ২০১৮–র অস্কারের দৌড়ে কারা থাকবেন তাঁদের নাম ঘোষণা করবেন প্রিয়াঙ্কা চোপড়া। ফিল্মি ভাষায় বলতে গেলে নমিনেশন ঘোষণা করবেন তিনি। ইতিমধ্যে তার শ্যুটিংও সেরে ফেলেছেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠানিক ভাবে অস্কার মনোনয়নের সেই তালিকা ঘোষণা করা হবে। আর সেটি ঘোষণা করতে দেখা যাবে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০