গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়। রোববার প্রকাশিত চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে এ উপজেলার ইতিহাসে রেকর্ড সংখ্যক ৭৯ টি জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থান দখল করেছে। এ প্রতিষ্ঠানের হয়ে অংশ নেয়া ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন এ গ্রেডে পাশ করে। পাশের হারও রয়েছে শতভাগ। উপজেলার ২য় স্থানে আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ২৫ জন ও মানবিক বিভাগে ৭ জন। এছাড়া প্রতিষ্ঠানটির পাশের হার শতভাগ। রহনপুর পৌর এলাকার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৯ টি করে জিপিএ-৫ পেয়ে যৌথভাবে উপজেলায় ৩য় স্থানে রয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজি রিয়াজউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০