এফডিসিতে শূটিং সম্পন্ন হয়েছে চট্টগ্রামের ভাষায় একটি নতুন মৌলিক আঞ্চলিক গানের। গানটির শিরোনাম-তলে তলে"৷
আশিক বন্ধু'র পরিচালনায় চট্টগ্রামের নতুন এই আঞ্চলিক গানের মিউজিক্যাল ফিল্মে প্রথমবারের মতো মডেল হয়েছেন ইমতু রাতিশ ও শাকিলা পারভীন। গতকাল এফডিসিতে বিশাল সেট ফেলে গানটির নাচের শূটিং হয়েছে৷
এতে ড্যান্স কোরিওগ্রাফার ছিলেন হাবিব রহমান। বিশেষ মজার এই গান নিয়ে মডেল ইমতু রাতিশ বলেন- আমি চট্টগ্রামের ছেলে, তাই নিজের ভাষার চমৎকার একটি গানে প্রথমবার মডেল হতে পেরে খুব আনন্দ লাগছে। গানটি দারুণ লিখেছেন আমার বন্ধু, আশিক বন্ধু।
মডেল শাকিলা পারভীন বলেন- আমিও প্রথমবার চট্টগ্রামের মৌলিক আঞ্চলিক গানে মডেল হলাম। আশিক বন্ধু যখন গানটি পাঠালেন, গানটি শুনেই বেশ ভালো লেগেছে। এতো মজার গান, অডিও শুনেই রাজি হয়েছি। তাই এই গানে কাজ করতে পেরে বেশ ভালো লাগছে। গানটি যারা শুনবেন, খুব মজা পাবেন। সঠিক প্রচার হলে গানটি অনেক জনপ্রিয়তা পাবে।
উল্লেখ্য, গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। গেয়েছেন আলেয়া আরিফ। গানটির সুর সংগীত করেছেন সুৃমন কল্যাণ। মিউজিক ভিডিওর ডিওপি ছিলেন সানী খান। প্রোডাকশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আবু জাফর অপু।
ঈদ উপলক্ষে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার হবে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০