খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্বর্ণ নীতিমালার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এতোদিন স্বর্ণ স্মাগলিং হতো, এখন আমরা বৈধ পথে আমদানি করব। বৈধ পথে ও আনুষ্ঠানিকভাবে স্বর্ণ আমদানির এসব বিধান রেখে ‘স্বর্ণ নীতিমালা-২০১৮’ এর নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন হলো এখন আমদানি করব। এতোদিন তো আমদানি হতো না, সব স্মাগলিং হতো। কোনোদিন স্বর্ণ এ দেশে আমদানি হয়নি।
আমদানিতে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে এ বিষয়ে তিনি বলেন, তেমন ট্যাক্স হবে না। তবে এক্ষেত্রে বাংলদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ফি কত হবে সেটা তিনি তাৎক্ষণিক বলতে পারেননি।
এ নীতিমালা কবে থেকে কার্যকর হবে এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা এখন ক্যাবিনেটে যাবে তারপর কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বর্ণ আমদানিতে বন্ড সুবিধা থাকছে। আমদানি করে দেশের ভেতর অলংকার বানিয়ে তা বিদেশে রফতানি উন্মুক্ত করতে এ সুবিধা দেয়া হচ্ছে। এ ধরনের রফতানিকারকদের নগদ প্রণোদনাসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমিও বরাদ্দ দেয়া হবে। এ ছাড়া অলংকার তৈরি করে যারা দেশের মানুষের কাছে বিক্রি করবে, তারাও আমদানি করা স্বর্ণ ব্যবহার করতে পারবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০