খবর২৪ঘন্টা বিনোদন ডেস্কঃ
চিত্রনায়িকা পপি গত সপ্তাহে কলকাতায় গিয়েছিলেন। দু’দিন হলো ঢাকায় ফিরেছেন। সেখান থেকে ফিরেই জানালেন তার নতুন কাজের কথা। পপি বলেন, এবারই প্রথম বেশ বড় বাজেটের একটি ওয়েব সিরিজে কাজ করলাম। লাইভ টেকনোলজি এটি প্রযোজনা করেছে। আর ওয়েব সিরিজিটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এর নাম ‘ইন্দুবালা’। নাম ভূমিকায় আমি অভিনয় করেছি।
কলকাতার অংশের শুটিং শেষ। আগামী ২৫ই নভেম্বর থেকে ঢাকায় আবারো কাজ শুরু হবে। কাজটি করে বেশ ভালো লাগছে আমার। ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করছি। পপির কথার রেশ ধরেই তাকে প্রশ্ন করা হয়, ভিন্ন কি ধরনের চরিত্রে তাকে এই আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজে দেখা যাবে? উত্তরে পপি বলেন, এই ওয়েব সিরিজে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আমার চরিত্রটি একদমই ভিন্ন ধরনের। ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প।
কাহিনীতে দেখা যাবে একটা সময় আমার বাবাকে হত্যা করা হয়। একটা চেয়ারে বাবা বসতেন সবসময়ই। ওই চেয়ারটাতে তখন আমি বসি এবং চেয়ারটাকে ঘিরে অনেক রহস্য আছে। যা দর্শক ওয়েব সিরিজটি দেখলে জানতে পারবেন। এদিকে গত ঈদের আগে আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবির শুটিং করেন পপি। এই ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন তিনি। এতে পার্বতী চরিত্রে তাকে দর্শকরা দেখতে পাবেন। পপি এ কাজের বাইরে সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ ছবিতেও কাজ করেছেন। এসব ছবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাজ এগিয়ে চলছে। ‘সাহসী যোদ্ধা’ ছবিতে বেশ অ্যাকশন রয়েছে।
এ ছবির শেষ ভাগের কাজ এই সপ্তাহে শুরু হবে। ছবিটিতে আমার বিপরীতে আমিন খান কাজ করছেন। আর ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজটিও এগিয়েছে। ভালো লাগবে দর্শকদের। ১৯৯৭ সালে প্রথম মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কুলি’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন এ পর্দাকন্যা। এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘কে আমার বাবা’, ‘জানের জান’, ‘কারাগার’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘রানীকুঠির বাকি ইতিহাস’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’সহ অসংখ্য হিট-সুপারহিট ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। একটা সময় পপির ছবি মানেই সুপারহিট ব্যবসা।
কিন্তু সিনেমা আর ওয়েব সিরিজ এক নয়, তবুও এ ধরনের মাধ্যমে কাজ করছেন এর কারণ কী? এই প্রশ্নের জবাবে পপি বলেন, এটি একটি আন্তর্জাতিক মানের কাজ। ভালো চলচ্চিত্রের পাশাপাশি কাজটির সঙ্গে যুক্ত হয়ে ভালোই লাগছে। আর সিনেমার মতোই বাজেট এই ওয়েব সিরিজের। তাই এটাকে খাটো করে দেখতে চাই না। আর বর্তমানে সিনেমার অবস্থা খুব একটা ভালো না। ভালো প্রযোজকের বেশ অভাব এখন। ব্যবসটাও মন্দ যাচ্ছে। সবকিছু মিলে কাজ ভালো হলে সেটা করতে তো অসুবিধা নেই। যেহেতু আমি একজন অভিনেত্রী এবং আমার পেশা অভিনয় করা। তাই ভালো গল্প, চরিত্র এবং বাজেট ঠিক থাকলে এই ধরনের ওয়েব সিরিজে আমার কাজ করতে আপত্তি নেই। নিজ নামে ও অভিনয়গুণে সুপারহিট ছবি উপহার দিয়েছেন পপি। কাজ করেছেন নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে।
পপি অভিনীত এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় ‘সোনাবন্ধু’ ছবিটি সবশেষ গত বছর মুক্তি পায়। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন ডি এ তায়েব। পপি বর্তমান সময়ে মন্দাবস্থার মধ্যেও চলচ্চিত্র নিয়ে বেশ আশাবাদী। তিনি মনে করেন প্রযোজকরা উদ্যোগী হয়ে সিনেমার গুণী পরিচালকদের ফিরিয়ে এনে তাদের দিয়েও সুপারহিট ছবি উপহার দিতে পারেন । পপি বলেন, এখনো ভালো মেকার আছে আমাদের। তাই ভালো কাজ দিয়ে সিনেমার খারাপ সময়টা পার করতে পারব বলে মনে করি আমি। সিনেমার মানুষ আমি। তাই ‘আই জাস্ট লাভ সিনেমা’। সামনেও বেছে বেছে ভালো কিছু কাজ করতে চাই।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০