খবর ২৪ ঘণ্টা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার সিঙ্গাপুর সময় বিকেল তিনটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। তাঁর রক্তচাপ স্বাভাবিক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী আজ বিকেলে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহ মন্ত্রী ওবায়দুল কাদের ফলোআপ চিকিৎসায় থাকবেন। এরপর চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এ সময় সামগ্রিক সুস্থতার জন্য ওবায়দুল কাদেরের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
চিকিৎসার জন্য ওবায়দুল কাদের গত ৪ মার্চ সিঙ্গাপুরে যান।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০