রাজশাহীর পুঠিয়ায় এক টিন মিস্তিরির ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এতে তার ঘরে আনন্দ ফুটে উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুঠিয়া সদরের গণ্ডগোহালী গ্রামের টিন মিস্তিরি হানিফ আলীর ছাগী এক সাথে ছয়টি বাচ্চা প্রসব করেছে।
হানিফ জানান, অভাবের সংসার তার। ঘরে টিন লাগানোর কাজ করি। আমার স্ত্রী একটি ছাগী পালন করে। বৃহস্পতিবার ওই ছাগী ছয়টি বাচ্চা প্রসব করেছে। এরমধ্যে তিনটি ছাগল ও তিনটি ছাগীর বাচ্চা হয়েছে।
হানিফের স্ত্রী আমেনা বলেন, আমাদের দুইজন ছেলে মেয়ে আছে। সংসারের কাজের পাশাপাশি ছাগীটি লালনপালন করি। ছাগীটি দেশীয় জাতের। এক সাথে ছয়টি বাচ্চা দেওয়ার খবর শুনে অনেকেই দেখতে আসে। আর আমরাও খুব খুশি হয়েছি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০