লিওনেল মেসির রেকর্ড গড়ার ম্যাচে পুরোনো ছন্দে ধরা দিলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিলো কাতালানরা।
এই ম্যাচের মাধ্যমে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ফুটবলের কালো মানিক পেলের ৬৪৩ গোলেকে ছাড়িয়ে গেলেন মেসি। বার্সার জার্সিতে আর্জেন্টাইন মহাতারকার মোট গোল ৬৪৪।
মঙ্গলবার রাতে শুরু থেকেই আক্রমণাত্বক বার্সাকে ২১ মিনিটে লিড এনে দেন ক্লেমেন্ট লেঙ্গলেট। মেসির বাড়ানো ক্রসে হেড দিয়ে গোল আদায় করেন এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। সার্গিনো ডেস্টের দেয়া পাসে গোল তুলে নেন এই ড্যানিশ স্ট্রাইকার।
বার্সার জার্সিতে মেসির নতুন ইতিহাস গড়ার গোলটি আসে ৬৫ মিনিটে। ১৮ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রির বাড়ানো বলে গোল আদায় করেন ব্লাউগ্রানা অধিনায়ক। যা এক ক্লাবের হয়ে এটাই এখন সর্বোচ্চ গোলের রেকর্ড।
এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বর থেকে পাঁচে উঠে এসেছে রোনাল্দ কোম্যানের শিষ্যরা। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০