বিনোদন ডেস্ক : ঢালিউডের দর্শকনন্দিত জুটি সালমান শাহ ও শাবনূর। ক্ষণজন্মা এই নায়কের সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। ঢাকাই সিনেমার জুটিতে পরিণত হয়েছিলেন তারা। আজও এই জুটির রসায়নে মুগ্ধ হন সিনেমাপ্রেমীরা।
আজ (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্ম নেন তিনি। এদিন সহকর্মী ও ভক্তরা স্মরণ করছেন তাদের প্রিয় নায়ককে। পিছিয়ে নেই চিত্রনায়িকা শাবনূরও। প্রিয় সহকর্মী ও তারকার জন্মদিনে তাকে স্মরণ আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
এদিন সালমান শাহর সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনো আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল। জন্মদিনে বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে। আল্লাহপাক তোমাকে জান্নাতবাসী করুন।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০