নিজস্ব প্রতিবেদক :
মাত্র একদিনে রাজশাহীর পদ্মা নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। ভারত ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়ায় পদ্মায় এর প্রভাব পড়েছে। আরো পানি বাড়তে পারে। এভাবে বাড়তে থাকলে মঙ্গলবারই পদ্মা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে। এ শঙ্কা থেকে পদ্মার চরাঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব চাঁপাইনবাগঞ্জ) শহিদুল আলম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা
পর্যন্ত এক দিনে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে ধারণা করা হচ্ছে হয়তো আরও কিছু গেট খুলে দেওয়া হয়েছে। এছাড়াও টানা বর্ষনের কারণেও পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মায় পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৯৮ সেন্টিমিটারে। দুই দিন দিনের মধ্যে বিপদ সিমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার অতিক্রাম করতে পারে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০