নিজস্ব প্রতিবেদক : একই মাদ্রাসার ৩৫ জন ছাত্র হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ১৩, ২৬ ও ৩৬ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজশাহীর কাটাখালি পৌরসভার জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ বাখরাবাজ মাদ্রাসার ছাত্ররা ডায়রিয়ায় আক্রান্ত হন।জানা গেছে, জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ বাখরাবাজ মাদ্রাসায় ৯৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের অধিকাংশই আবাসিক ছাত্র। মাদ্রাসার আবাসিক হলে থাকেন তারা।নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, মাদ্রসারা আবাসিক হলের পরিবেশ
তেমন ভাল নয়। বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই । যার কারণে প্রতিদিনই পানি বাহিত রোগে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন ।মাদ্রাসার অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, হঠাৎ করে সকালে তার মাদরাসার কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ডায়রিয়া বলে সনাক্ত করে। তাদের চিকিৎসার জন্য মাদ্রাসার পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।
খবর ২৪ ঘন্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০