নিজস্ব প্রতিবেদক :
এইচএসসির দ্বিতীয় পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৮ জন এবং অসাদুপায় অবলম্বনের জন্য ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলার একটি কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে বাংলা বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯৮ টি কেন্দ্রের এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৮২৭ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৪৫৯ জন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনারুল হক প্রমানিক বলেন, এইচএসসির ২য় পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৮জন। বগুড়া জেলার একটি কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০